Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিসের সময়সূচি:  শনিবার-বুধবার সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত ; বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকে।


Library membership rules and policies related to borrowing books

জেলা সরকারি গণগ্রন্থাগার নাটোর সাধারণের সুবিধার্থে নির্ধারিত সময়ের জন্য বই ধার দিয়ে থাকে। এজন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কেবলমাত্র নিবন্ধিত পাঠকগণ (গ্রন্থাগারের সদস্য) গ্রন্থাগার থেকে বই ধার নিতে পারবেনঃ

বই ধার নেয়ার জন্য আগ্রহী পাঠককে সদস্য হওয়ার জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সরকারি গণগ্রন্থাগার থেকে নীতিমালাসহ আবেদনপত্র সংগ্রহ অথবা ওয়েবসাইট থেকে (publiclibrary.natore.gov.bd) ডাউনলোড করা যাবে।


  • সদস্যের ধরণ তিন প্রকারঃ

                 (ক)    শিশুসদস্য : অনুর্ধ্ব ১৮ বছরের ছেলে মেয়ে।

                 (খ)    ছাত্র/ছাত্রী সদস্য : যাদের বয়স ১৮ বছরের উর্ধ্বে এবং কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত।

                 (গ)   সাধারণ সদস্য : ছাত্র/ছাত্রী ব্যতীত ১৮ বছরের বেশি বয়সের সর্বসাধারণ।


  •  সদস্য ফরমের সাথে গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্রের (NID) অনুলিপি / জন্মনিবন্ধন সনদের অনুলিপি / শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।


  • আবেদনপত্রের সাথে গেজেটেড সরকারি কর্মকর্তা/ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান / বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের ১ কপি ও স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি সংযুক্ত করতে হবে।


  • সাধারণ সদস্যের ক্ষেত্রে ১০০০/= টাকা, ছাত্র/ছাত্রী সদস্যের ক্ষেত্রে ৫০০/= টাকা এবং শিশু সদস্যের ক্ষেত্রে ২০০/= টাকা জামানত (মেয়াদকাল সন্তোষজনকভাবে উত্তীর্ণ হওয়ার পরেই তা ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে। জামানতের টাকা এক বৎসরের পূর্বে উত্তোলন করা যাবে না।


  •   নিবন্ধিত সদস্যের সদস্যপদের মেয়াদকাল এক বছর। তবে আগ্রহী সদস্য মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৫০.০০ টাকা নবায়ন ফি প্রদান সাপেক্ষে সদস্য কার্ড নবায়ন করতে পারবেন।


  • প্রত্যেক সদস্যকে এককালীন (সর্বোচ্চ পনের দিনের জন্য) দুইটি বইয়ের বেশী ধার দেয়া হবেনা। অন্যকোন পাঠকের চাহিদা না থাকলে একই পাঠক একই বই ধারাবাহিকভাবে সর্বোচ্চ দুইবার ধার নিতে পারবে।


  • কোন সদস্য ধার নেয়া কোন বই হারিয়ে ফেললে বা নষ্ট করে ফেললে বইয়ের মূল্যের দ্বিগুন টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।


  • নির্ধারিত সময়ের মধ্যে বই ফেরত দিতে ব্যর্থ হলে সদস্যের নিকট থেকে প্রথম সপ্তাহে অতিরিক্ত প্রতিদিনের জন্য বইপ্রতি ৫.০০ টাকা এবং দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিনের জন্য ১০.০০ টাকা হারে জরিমানা আদায় করা হবে। যদি ৩০ দিনের মধ্যে কোন সদস্য বই ফেরত দিতে ব্যর্থ হয় তাহলে তার জামানত বাজেয়াপ্ত করা এবং তার সদস্যপদ বাতিল করা হবে।


  • কার্ড হারিয়ে গেলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে হবে এবং আবেদন সাপেক্ষে ৫০.০০ টাকার বিনিময়ে পুনরায় কার্ড গ্রহণ করা যাবে।


  • রেফারেন্স বই, দুষ্প্রাপ্য বই, বিদেশী প্রকাশনা, সাময়িকী ও পত্র-পত্রিকা ধার দেয়া হবেনা।


  • কোন সদস্য বই ধার সংক্রান্ত নীতিমালা পরিপন্থী কোন কাজ করলে তার সদস্যপদ বাতিল করা সহ তার জামানত বাজেয়াপ্ত করা হবে।


  • যদি কোন সদস্যের বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি পরিবর্তন হয় তবে অবশ্যই কর্তৃপক্ষকে জানাতে হবে।


  • এই নীতিমালায় বর্ণিত যে কোন শর্ত কর্তৃপক্ষ প্রয়োজনে পরিবর্তন, পরিবর্ধন বা সংযোজন করতে পারবেন এবং বই ধার সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।