Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিসের সময়সূচি:  শনিবার-বুধবার সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত ; বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকে।


সদস্যের ধরণ

 

 জেলা সরকারি গণগ্রন্থাগার তিন ধরণের সদস্যদের নিবন্ধন প্রদান করে

      (ক) শিশুসদস্য        :       অনুর্ধ্ব ১৮ বছরের ছেলে মেয়ে।                                                   

      (খ) ছাত্র/ছাত্রী সদস্য :      যাদের বয়স ১৮ বছরের উর্ধ্বে এবং কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। 

      (গ) সাধারণ সদস্য   :      ছাত্র/ছাত্রী ব্যতীত ১৮ বছরের বেশি বয়সের সর্বসাধারণ।